Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ওজোপাডিকোলিঃ, এলাকায় নবনির্মিত মহেশ্বরপাশা GIS উপকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত
বিস্তারিত
প্রকাশন তারিখ : 2022-10-08

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের, বিদ্যুৎ বিভাগ এর সচিব জনাব মো: হাবিবুর রহমান ০৭/১০/২০২২ তারিখ খুলনা আগমন করেন। তিনি ওজোপাডিকো এলাকায় নবনির্মিত মহেশ্বরপাশা GIS উপকেন্দ্র, ওজোপাডিকো কর্তৃক বাস্তবায়নাধীন সেন্ট্রাল উপকেন্দ্রের পুনর্বাসন ও উদ্বোধন কাজ, ওজোপাডিকো ট্রেনিং ইনস্টিটিউট এর নবনির্মিত মডেল উপকেন্দ্রসহ বয়রাস্থ ওজোপাডিকো’র সদর দপ্তর পরিদর্শন করেন এবং ওজোপাডিকো’র বিদ্যুৎ ভবন ক্যাম্পাসে ফলের চারা রোপন করেন। পরিদর্শন শেষে বিকাল ৫:০০ হতে রাত ৮:৩০ ঘটিকা পর্যন্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আজহারুল ইসলাম। আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের, বিদ্যুৎ বিভাগ এর সচিব জনাব মো: হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওজোপাডিকো’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও অতি: সচিব (পরিকল্পনা), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মো: নূরুল আলম।

2022-10-09-05-23-f093bf020388e730ded092e2810d596f

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যে, ওজোপাডিকোতে দ্রত SCADA সিস্টেম বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লি: (বিএসইসিও)-কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য দক্ষতার সাথে সম্মিলিতভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন। ওজোপাডিকো’র মডেল সাবস্টেশনে উচ্চতর প্রশিক্ষণ প্রদানের জন্য বিদ্যুৎ সংস্থার অন্যান্য ইউটিলিটিতে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিদ্যুৎ বিভাগ এর সচিব ওজোপাডিকো’র সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ ও ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও যে কোন সমস্যা দ্রত সমাধান করে বাস্তবায়ন করার জন্য নির্দেশনা প্রদান করেন। সভায় আরোও উপস্থিত ছিলেন তানিয়া খান, যুগ্মসচিব (পরিকল্পন-২), বিদ্যুৎ বিভাগ, বিজ্বাখস মন্ত্রণালয়, প্রকৌশলী মো: আজহারুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, ওজোপাডিকো, মাসুদা খাতুন, উপসচিব (পরিকল্পনা-৩), মাহফুজা আখতার, উপসচিব (উন্নয়ন-৪), এরাদুল হক, সচিবের একান্ত সচিব (উপসচিব), বিদ্যুৎ বিভাগ, বিজ্বাখস মন্ত্রণালয়, মো: হাফিজুল বারী, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লি:, রতন কুমার দেবনাথ এফসিএমএ, নির্বাহী পরিচালক (অর্থ), মো: মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক (প্রকৌশল) (অতি: দায়িত্ব), ওজোপাডিকো। এছাড়াও উপস্থিত ছিলেন ওজোপাডিকো’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/10/2022
আর্কাইভ তারিখ
10/10/2023