Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Laws, offenses and penalties related to illegal use of electricity
Details

বিদ্যুৎ চুরির দন্ড

ধারাঃ বিদ্যুৎ আইন, ২০১৮ এর ৩২

১) কোন ব্যক্তি বাসগৃহ বা কোন স্থানে ব্যবহারের উদ্দেশ্যে বিদ্যুৎ চুরি করিলে অনধিক ৩ (তিন) বৎসর কারাদন্ড- অথবা চুরিকৃত বিদ্যুতের মূল্যের দ্বিগুণ অথবা 
৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড- অথবা উভয় দন্ডে দন্ডনীয় হইবেন।

২) কোন ব্যক্তি শিল্প ও বাণিজ্যিক ব্যবহারের উদ্দেশ্যে বিদ্যুৎ চুরি করিলে অনধিক ৩ (তিন) বৎসর কারাদন্ড- অথবা চুরিকৃত বিদ্যুতের মূল্যের দ্বিগুণ অথবা ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদন্ড- অথবা উভয় অথবা উভয় দন্ডে দন্ডনীয় হইবেন।

কৃত্রিম পদ্ধতি স্থাপনের দন্ড

ধারাঃ বিদ্যুৎ আইন, ২০১৮ এর ৩৩

(১) কোন ব্যক্তি অবৈধভাবে লাইসেন্সির বিদ্যুৎ সংযোগে কোন যন্ত্র, ডিভাইস বা কৃত্রিম পদ্ধতি স্থাপন বা ব্যবহার করিলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য 
তিনি অনধিক ৩ (তিন) বৎসর কারাদন্ড- অথবা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদন্ড- অথবা উভয় দন্ডে দন্ডনীয় হইবেন। 

(২) যদি কোন বাসগৃহে কোন যন্ত্র, ডিভাইস বা কৃত্রিম পদ্ধতি স্থাপনের মাধ্যমে অবৈধ উপায়ে লাইসেন্সির বিদ্যুৎ সংযোগ গ্রহণ, ভোগ বা ব্যবহৃত হইয়াছে বলিয়া প্রমাণিত হয়, তাহা হইলে ভিন্নরূপ কিছু প্রমাণিত না হইলে, উক্ত চত্বরের দখলদার উপ-ধারা (১) এর অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে

Attachments
Publish Date
22/05/2023